সে সন্তর্পণে এগিয়ে গিয়েছে ভূমি হতে কয়েকশো ফিট উপরে,
আমার খুঁটি গাড়া ছিলো মাটি হতে সামান্য গভীরে,হেলেদুলে বলে মাটিতেই আত্মসমর্পণ!
ঐ আকাশ ছুঁই ছুঁই পাতালের আকস্মিক বেড়িকেডে কে যায় মনরন্জ্ঞনের সুতো পাকাতে?
হাতে নাটাই নেই শুধু গজ কয়েক সুতায় কে বেঁধে থাকে আমরণ!
শিল্পীর তুলিতে কি প্রেমিকা আঁকা যায়? সব ভুতুড়ে ছবির পেইন্টিং হয়ে যাবে,অবসাদ গ্রহণ করবে হাত।
জগৎ আমায় ব্যাঙের ছাতার নিচে লুকিয়ে থাকতে বলে!
আমি বৃষ্টি নিয়ে আড়াল হই সেই অনিশ্চিত ছায়ায়।
মনোরঞ্জন বিক্রিও হয়,পাহারাদার বলদায়,এই অবেলায় হঠাৎ করে মশারীর ঝাঁপটা লেগে যায় নতুন মায়ায়।
স্বাভাবিক রৌপ্য চিকচিকে মন তোমার, হাতের নাগালে পেলে মশার মত পিশে ফেলি অসহ্যতায়।
ভূমিকা আচরণ গহীন জঙ্গলের বাঁ কোণায় পুঁতে ফেলা তাবিজ-কবচের চিৎকার!
পেঁচিয়ে পেঁচিয়ে গিট্টুর ভাজে নাকি মসলা আছে লুকানো,গিলে খাও দানাদার;চিনির অন্যরূপ!
এখানে নাকি কুফরির ফুঁ কাজ করে মাধুলীতে।
ঐ চিবুক,বরাবর নামে সূর্যের অন্তিমদশায়,হাসিগুলো ফুটে ওঠে হলুদ ফুলে, শরীষার দানার এত কৃত্তিম শক্তি!
একদিন এই পৃথিবী ততটাই শান্ত হবে যতটা গম্ভীর করে রেখে গিয়েছিলে তুমি!
স্টারলিং লন্ড্রি লিমিটেড
৪/২/২০২১