জানেন, আজ রাতটা ভীষণ গভীর,আপনি থেকে তুমি হতে চায় শুধু নিহাসের দু'চারটা লাইন,
এই কবিতায় পুড়ে,কথার ইটে খাঁটি ব্রাহ্মণ সেজে,কতটা ভেঙেছি আইন!
কতবার আপনাকে ছুঁতে চেয়ে হাতড়ে খুঁজেছি দুয়ার,
কত অনুমতি চেয়ে,আকুতি চিঠি,পাঠিয়েছি কাছে হাওয়ার।
তবু না না শব্দ আসে বাতাসের ফোঁসফোঁস, কাছে এগিয়ে দেখি ডাল ভেঙে লাকড়ী হয়েছে,
আগুন জ্বলে না, বড্ড কাঁচা!
আপনি এত নিঠুর হলে কেমনে দেখবো সূর্য ডুবি সন্ধ্যা অথবা সুপ্রভাত বরং আপনি মায়া নিয়ে তাকালে আমার ফজর হয়,
পরিপূর্ণ হয় রোজনামচা।
একটু ভালোবাসলে কি হয়? কি হয় যদি বন্ধক রাখেন নিজেকে? নিজের শানে!
আমি হতে চাই আপনার হিজাব, যেমনটা হুল ফুটিয়ে আটকে রাখেন সেইফটিপিনে।
ফাল্গুনী হাউজিং
৯/৩/২৪