এত রাত ফিকে হয়ে যাচ্ছে অসহিষ্ণু বেদনার বৈদূর্যে,
বেদনার রঙ কি? নীল?
আমি খাম করে পুড়ে দিলাম আকাশ, উড়ে উড়ে নিয়ে গেল শঙ্খচিল।
আঁধার নামুক চেরনোবিলের বিস্ফোরণের মত হঠাৎ,
যদি না ফেরে এই চোখের ঝুল বারান্দায় ঘুম
নিয়ে নিলাম উষ্ণ ঠোঁটের কয়েকহালি চুম!
এই বর্ষায় নদীর পাড়ে ফেরেনি অসংখ্য মৌসুমি মন!
দাম বেড়েছে নাকি?
জমিয়ে রেখেছি রেজগি পয়সা, রাখবো না দাম বাকি।
কেনাবেচা হয় নাকি? হয় নাকি ওলোট পালোট বিনিময়?
মাটির গভীরে থাকা নবীন কেঁচো ছেড়ে যায় খেয়ে ফেলা মাটি!
সুপ্ত আবেগে ঘন্টা বাজায় তৃণভোজী এই দোপায়া প্রাণীর বুক ছাতী।
এভাবে মন তার মশলা হারিয়ে ফেলে, ঘোলা হয় চোখের কাজল।
চুলোর কালি? শরীর পোড়া হাড়?
কত কথা জমা হয়ে চিঠি হয়, কতটা হৃদয়ে বইতে হয় পৃথিবীর ভার।
স্টেশন রোড
২৮/৩/২৪