হাঁটি পা করে বেড়ে ওঠা কপোত-কপোতী হয়ে জন্মালো হলো না,পুতুল খেলার সনে কাছাকাছি আসায় ঘিরে ছিলাম মোরা দু'জন।
এমন ঝড়ের ঝুঁকি বাবুই ও জানে না,এত পোক্ত বাসা নিংড়ে দিবে তারই প্রেম,
জবানের মধুর বাক্সের সবটা পরে আছে স্মৃতিতে,
দক্ষিণে রানী মৌমাছির নতুন ঘর,নতুন আলো,
বাস্তুচ্যুত বাক্সের ভেতরটা পঁচেগলে গেছে এতদিনে।
যে মোহতে বিভোর হয়ে রয় পৃথিবী,তার ডগায় চড়ে নতুন যে স্বপ্ন বুনছো তা সত্যি করেই,অতীত ঘুমিয়ে গেছে।
আজ না হয় কাল তুমি তো ঠিকই বউ হবে,
ঘোরে ভুলে যাবে যাবতীয় সব,
মিছে আবদারে বাষ্প হয়ে যাবে পুরাতন কেচ্ছা
অসুখী গল্পরা, আস্ফালনে কাঁদবে দুটো মন পাড়ায়।
হাঁড়িতে মাখা ডিমভাতের মত প্রেম আর জমবে না কভু,
হয়তো পঁচে যাওয়া দুর্গন্ধে চাপা হয়ে যাবে বহুকালের অপেক্ষা।
আমি রয়ে গেলাম তোমার পুতুল খেলার সঙ্গী,
এই পুতুলের বিয়ে হয়, সংসার হয় তবে সবটা মিছেমিছি।


নিরিবিলি, নবীনগর
৩-৫-২০২০