মহারানী, তুমি ভুবনজয়ী প্রতিমা
আমি পুরাতন প্রথা ভেঙে নতুন করে তৈরী করেছি পূজাঘর,
এতগুলো ঐতিহ্যবাহী প্রতিমা আমি সরিয়ে ফেলেছি পৃথিবীর অনুমতি ছাড়া।
একটা অদৃশ্য দেবী আমার পূজাঘরে অস্তিত্ব নিয়ে ঘুরে বেড়ায়,
আমি তার প্রেম আরাধনা করি বিশুদ্ধ আত্মায়।
মন্দিরে শাঁখ বাজিয়ে নিষিদ্ধ তালা লাগিয়েছি,
আমি হব এই এই মন্দিরের একমাত্র পূজারী!
প্রতি সন্ধ্যায় আমি একাত্মা প্রেমধূপ নিয়ে প্রবেশ করি অদৃশ্য এই দেবীর খোঁজে,
নির্বিঘ্নে কাটিয়ে দেই রাত।
দিয়াশলাই কিংবা প্রদীপের আলো এই নগরে নিষিদ্ধ,
শুধুমাত্র মনপ্রদীপ অনেকক্ষণ আরাধনার পর জ্বলে উঠতে পারে,
যদি অদৃশ্য দেবীর আগমন ঘটে পূর্নিমা সন্ধ্যায়।
প্রীতাম্বর আমায় একটি পীতসারের শেকড়ের সন্ধান দিয়েছে অদৃশ্যভাবে,
আমি তোমার রূপ খুঁজে পেয়েছি অন্ধকারে।
পূজার ছলে জ্বালিয়ে রেখেছি মনজোছনায় আমার আশ্রয়স্থল পূজাঘর,
তুমি যে আমার ধর্মারণ্য পূজাঘরের একমাত্র গিরিনন্দিনী।