আমি কখনোই আমার প্রিয়তমাকে খুঁজিনি,হাজার বছর পর নিজে নিজেই ধরাশায়ী হয়েছে সে,
আজ কোত্থেকে যেন বিলুপ্ত দানব ডাইনোসরের জীবাশ্ম পরখ করতে করতে সে নিজে নিজেই আবার হারিয়ে গেল!
হয়তো সে ভেবেই নিয়েছে হারিয়ে গেলে অমর হওয়া যায়।
এই বিরহ, মিউজিয়ামে রাখা হবে, উন্মুক্ত আস্বাদন পেতে দর্শনার্থীদের ভীড়ে তুমিও হয়তো আসবে,
বরং ঢেকুর তুলে বলবে কি প্রেম ছিলো!
জানলে না নিজের প্রেম মমি হয়ে কাস্পিয়ান সাগর পাড়ের মিউজিয়ামে ভেসে এসেছে স্রোতে।

আলোর পাশে প্রতিচ্ছায়া দ্বার করিয়ে মাপছি কে বড়!
প্রেমিকা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা, তার প্রেম নাকি পাহাড় সমান,
আস্তাকুঁড়ে ঘাস ফুরিয়ে গেছে, গলায় রশি প্যাঁচানো মহিষ উন্মাদনায় গুতো দিয়ে বসলো আমায়,
ফিরে এসেছি ইহাই ভাগ্য!
মরণ যন্ত্রণা নিয়ে শেষবার হিসেব কষলাম, আলোকবিম্বের তো অস্তিত্ব নেই, মাপার কি ছিলো;
উঁহু! চালাক প্রেমিকা,ভাবনাগুলো অবচেতন মনে হয় কেন?

রঙিন বিছানায় গা এলিয়ে দিয়ে নিবিড় ঘুম রজনীতে আকাশের বজ্রধ্বনি খসে পরলে বুঝতে হবে,
তারারা প্রজন্মসহ ডুবে গেছে,এই আকাশ অশ্রুপাত করে ক্ষমা চায়; নাছোড়বান্দা তবু!
বহুবৃক্ষের সম্মেলন ঘটাতে চাইলেই কি বনাঞ্চল হয়ে যায়?
একটা প্রেমেই যে সবটুকু অক্সিজেন জমানো ছিলো।
তুমি নিঃশ্বাস নাও, আরো নাও, আরো নাও!
বাকিটুকু পেয়ে যতদিন পারি হাঁপিয়ে হাঁপিয়ে বাঁচি।













স্টারলিং লন্ড্রি লিমিটেড
১৮/৭/২০২০