এই যে আকাশ, কোথায় যেন ছিদ্র আছে!
গড়গড় করে বৃষ্টি আসে, টনটনে রোদে পোড়ায়, মেঘগুলো হাওয়ার মতন আঙুল ছুঁয়ে ভাসে, রাতের আধখান চাঁদ আমায় দেখে হাসে।
আমি নির্লিপ্ত নির্জীব শুধু তোমায় খুঁজি পৃথিবী।

এই যে মাটি, কোথায় যেন কষ্ট পোষে!
কথোপকথন হয় সকালের সাথে, একফোঁটা শিশিরে ভিজে নেই অবসর, জোয়ারে নদীর কলতান তবু মাটির গভীরে কত হাত চুবিয়ে দেই অত্যাচারে।
আমি নির্লিপ্ত নির্জীব নিষ্ক্রিয় থাকি মধ্যখানে।

সম্ভবত মাটি আর আকাশ ছুঁতে চাওয়াই প্রকৃতির খেয়াল।
গাছের যেমন আকাশে পৌঁছানোর ইচ্ছে।
পানির যেমন আকাশের সাথে বনিবনা থাকে।
মাটি যেমন বৃষ্টির আশায় আকাশের কাছে বিলাপ করে।
আমার যেমন আকাশের মালিকের কাছে আরজি থাকে।

ওখানে যে প্রকৃতির প্রকৃত মালিক থাকে।
প্রকৃতি যে গুণগানে তার-ই আবির মাখে।



নিরিবিলি
২০/৫/২৪