আমার একটা প্রেমিকা দরকার,যাকে বিরক্ত করতে করতে সময়ের সাথে কথা প্রেম জমবে;
বৃষ্টি ফোটায় তৃপ্ত পুষ্প কুড়িয়ে খোপায় বেঁধে দিবো।
তাকে রজনী জাগিয়ে রাখবো অকারণে, ফোলা চোখ মাখন রাগ জুড়িয়ে দেব আঙিনায়।
তাকে পাইনা চারিপাশে,পরিচিত মাঠে;
একটা প্রজ্ঞাপন জারি করবো প্রেমের!
ভেসে যাওয়া সাগরে মরা শামুকের খোলস ছাড়াবো,
হৃদযন্ত্রে যে দ্রৌপদী আছে তাকে নিয়ে ঘানি টানবো মুক্তির।
লৌহমল ধুয়ে যাবে মনবাসরে,তবু তাকে আমার চাই!
অগ্নিজিহ্বা বের হবে না আর মন্ত্র করণে, বিশ্বাস টাই উষ্ণ দেবতার ঘরের লক্ষী।
মসৃণ কপাল যাতনা করে চাহিদার বেশি,তুমি কি চলন বিলের নৌকাযাত্রী?
অতিবাহিত সময়টা তোমায় চায় কৃষ্ণপক্ষে,
সত্যি একটা প্রেমিকা দরকার,যার চাঁদ জাগে আমার কপালে,যার দুঃখ মিশে যায় যাদঃপতি গর্জনে।
সে যুগের বাস্তব, সত্যি জীবন,তাহার আর কোন বিশেষত্ব নেই
সে গভীরে জলে ডুবে থাকা জলপরী।
নিরিবিলি, নবীনগর
২১/৮/২০২০