তুমি এসেছ বর্ষা বিলাসে ঘুঙুর পায়ে নৃত্যরত ময়ূর

          পাখা খোলা ঝাঁপটা মেলোড্রামায় বদ্ধ করো,

              আর যাবে না চোখ দু'টো হারিয়ে।
ফিকে চশমার ধোঁয়া মুছে ফেল এক টুকরা আঁচলের কাপড়ে।

        আমি হারাই পাহাড়ের সরু পথ ধরে গহীনে!



খুঁজে ফিরো না সুপ্ততাপ হৃদয়,কাটা ঝড়ুক গোলাপের

                আমি এবার ছিড়ে নিয়েই যাবো,

    বাঁধার দেয়াল জুড়ে লিখে দিব তুমি আমার।
ভেঙে দাও বাঁধ,আসুক না জলের তোড়,দেয়াল হবে আলাদীনের দৈত্য।

                   মরি হায় তবু তার প্রেম সুধায়!



তিমির আঁধারে জল কেলির শব্দ,ফাউন্টেনের মত

                        ঝর্ণা হয়ে ধেয়ে আসো সুর,

         তৃপ্ত শরীর মন্ত্র উচ্চারণ করবে সংস্কৃত শব্দে।
প্রেম বিলাসী অনুভব গরজে আছে প্রিয়াবিবির মাথার মুকুটে।

                      সিঁথিতে তেল ঢেলে দিব মায়া!



সংক্ষুব্ধ খেয়ালে রংধনু আমার সেতু হয় পৌঁছে দিতে

               গেলাম শেষ সীমানায়,দরজা খোলা,
  
           ঘটিবাটি কিনেছি কিছু,নতুন ঘর আমার।
এবার একাট্টা হয়েছে দুটি মন,চেহারাটা উন্মোচন করো তোমার ওহে।

                       চলতে শুরু করি চক্ষু বুঝে!


















নিরিবিলি, নবীনগর
৯/৮/২০২০