প্রভাতের লাল বেড়ী দিয়ে
                           আমি তোমায় খুঁজে নিব,
ভালোবাসার লাল গোলাপখানি
                            খোঁপায় গুজে দিব।

চন্দ্রমল্লিকা দিয়ে সাজাবো তোমায়
                             বধুবেশে করে বরণ,
এ ভালোবাসার পরিণতি শেষে
                              হয় যদি মোর মরন।

উপরের সবটুকু ছিল মাধুর্যমাখা ভালোবাসার ফুলঝুড়ি
                            যে ভালোবাসার রঙিন স্বপ্ন শেষ হয়েছে !
আজ থেকে আরও আগে
                             শতক বছর কুঁড়ি।

কি বল তুমি ?  প্রিয়তমা !
                   এ ভালোবাসা যদি তোমার তরে সবটুকু না হয় দান,
এ যুগের ভালোবাসা তরুণ-তরুণীর মাঝে
                    কি করে হবে ফান।

ভালোবাসার মানেটাই যদি না বোঝ তুমি
                           তবে কেন মুখে বল ভালোবাসি !
হাতছানি কিংবা ইশারায় ডাকে যদি কেউ
                            তবে কেন বল, আসি আসি।

আসলে মুখে যতই বল
                            ভালোবাসি ভালোবাসি,
সেখানেই ছুটো হন্য হয়ে
                            যেখানে টাকা রাশি রাশি।


শুকুরসী, ঢাকা
১৪/১১/২০১০