আবর্জনা বহির্ভূত একটা পৃষ্ঠা চাই, আমি সেখানে জীবন লিখতে চাই যার হৃদতন্ত্রে বহিপ্রকাশ হবে স্বচ্ছ ভবিষৎ,
কয়েকবার জলাঞ্জলী দিয়েও বেগ পাচ্ছি না অনুকূলের ।
তীব্রতা নিয়ে লিখতে বসে হাপিয়ে উঠি দু'দণ্ডে,
জীবনের পই পই হিসাব মেলাতে গিয়ে খেয়াঘাটে হারিয়ে ফেলেছি চালক পয়সা,
বাস্তুভিটা নেই সংকল্পের নিমিত্তে আছে তৃপ্ত হওয়ার আবেগ।
অর্ধজীবন এভাবেই কাটিয়ে দিয়ে নতুন করে জীবন খুঁজি যেখানে কিছু তৃপ্ত হওয়ার বাসনা আছে, তুমি আছ, আমার অনর্থক জীবনে দেবতাসুলভ বাবা-মায়ের পদচারণা আছে।
যেখানে সব জঞ্জাল দূর হয়ে যাবে এতটা ঐশ্বর্যে ।
এই সমীপে আমি তোমার তরে তাজমহল গড়তে চাই
আমার দেবতাদের অট্টালিকা সম সুখ চাই,
পৃথিবীটাকে একটা স্বচ্ছ পৃষ্ঠায় লিপিবদ্ধ করতে চাই
মন আছে এই অবধি অসার মস্তিষ্কে নেই তিল ঠাই।
হিরাঝিল, নারায়ণগঞ্জ
৪/২/১৭