চেতনায় আমি ফেব্রুয়ারি দেখি, ভেসে ওঠে কিছু বর্ণের ঝংকার
আমি পিনপতনে এখনো মস্তিষ্কে শুনি কিছু মিছিলের ধ্বনি,
"রাষ্ট্র ভাষা বাংলা চাই "
জাগ্রত জনতার চিৎকার শুনি বাংলা আমার মায়ের ভাষা,
আমি মা-কে দেখেছি এই ভাষায় বুলি আওরাতে, কানে বাজে কিছু ঘুমপাড়ানীর গান,
শিখেছি এ ভাষা আমার।
এখানে অনেক প্রানের বিসর্জন আছে, আছে বুক ঝাঝরা করা রক্ত কাব্য,
এই অবদানে আমি বাংলায় নিজেকে আবিষ্কার করি শিক্ষিত নাগরিক বলে, হয়ে উঠেছি বাঙালি।
জানি এ আমার অহংকার, গর্ব, আমি বাঙালি, আমি বাংলায় কথা বলি,
আমার মাতৃভাষা বাংলা।
হিরাঝিল, নারায়ণগঞ্জ।
২/২/১৭