আমি তৃপ্ততা নিয়ে বাঁচতে চাই, অলংকৃত করতে চাই একটা আসন
উর্ধমুখী গ্রাফে যে মানচিত্র অংকিত হবে তা হবে সফলতম একটা ব্যক্তিত্বের,
ঘুনপোকায় ধরা জীবনবন নিয়ে বেঁচে কি হবে, এক তো সংগ্রাম করা যায় না আরেক তো জীবন ক্ষয়ে যেতে থাকে তালকাঁড়ির মত।
শুদ্ধতা ভরা জীবনে একটা গল্প খোজে নিছক আরেকটা শুদ্ধির,
এই শুদ্ধি মাত্রা ঠিক করে দেয় পদাংকের,
গন্তব্যের মাথায় দাড়িয়ে সাহস জোগায়, শেষেও জড়িয়ে থাকে।
কেউ একটা শুদ্ধি মানবীর পানে আবেদন জাগিয়ে তোলে, দুজনের মুহুর্মুহু আয়োজনে সফল হয়ে ওঠে পরিবার।
এই পরিবারের কর্তা হয় সফল মানুষটি আর যে শুদ্ধি যে গড়ে দেয় সে হল অর্ধাঙ্গী।
জীবন থেকে জয়ী মানবরাই এদের দেখা পায়।

নারায়ণগঞ্জ
৩১/০১/১৭