সময় ফুরিয়ে আমরা জীবন গড়ি, সেখানে আছে পথচলা নির্বিশেষে গন্তব্য,
যে অংশগুলো জীবনের পারতে নিয়ে তকমা সাজাই
তার পুরাংশে কিছু বাকি রয়ে যায়, হয়তো মূলভাবটাই,
মূল্যটা এমন যে যার সবটুকু কেন্দ্র হয়ে যায়, সব ঘুরপাকে ব্যস্ত।
গড়িমসি করে দুবেলা নিশ্চিন্ত থাকা যায় কারন তার কোন জবাবদিহিতা নেই, নেই আত্বকেন্দ্রিক চাওয়া,
তাই অবশেষে হেরে যাই।
জল ঘোলাটে করে শুভ্র মুখের অনুসন্ধান করি, ফেরি করি সহাস্যমুখ জীবন,
নীরবে অপেক্ষাই কিন্তু এর চেয়ে ভাল কিছু নিয়ে আসতে পারে
আমরা অপেক্ষা করি না, যাচাই ও করি না শুধু সময় ফুরাই তামাকের সংস্পর্শে,
আমি ব্যতিক্রমে তোমায় পেয়েছি, যার অনেকটাই তোমার কৃতিত্ব।
একটা কাঠের গয়নার বাক্স দেখে অন্যরা বিচলিত অথচ তুমি ততটাই অনড় যতটা আমার দেমাগে কস্মিনকালে নাড়েনি,
আসলে সময় না জ্বালিয়ে উপভোগ্য কিছু অর্জন করাটা শ্রেয়,
হতে পারে জীবন এবং জীবনের অংশবিশেষ।
গল্পশেষে যখন ভাবনারা জড়ো হয়ে চিৎকার করে তখন স্পষ্ট হয়ে ওঠে ,সে তুমিই যে আমার পরিপূর্ণতার অংশবিশেষ।
পাইনাদী নতুন মহল্লা,নারায়ণগঞ্জ।
১১/০১/১৭