এতটা কাছে আজ প্রান্ত ছুয়ে আছ মনের
তবুও প্রেম কোনঠাসা কেন ?
কোথায়,কেন থমকে দাড়িয়ে আছ, নিরিবিলি ঝোপঝাড়ের আড়ালে
নিস্তব্দতায় ঘেরা লতাগুল্ম আর বন-বনানীর রাজ্যে।
কাল্পনিক নয়, বাস্তবতার মিল তো উতড়ে যাওয়া যায় না,
তুমি নীরব কেন ?
প্রকৃতির মুগ্ধতায় কখনও কি বাহিরের দরজায় পা রাখ নি ?
রিমঝিম বৃষ্টির ছুপছাপ শব্দে নূপুরের মাদল বাজিয়ে,
কখনে কি উঠোন মাতিয়ে তোল নি ?
নগ্ন, ভেজা কোমল শরীরের স্পর্শে বৃষ্টির ফোটা স্নিগ্ধতায় মাতাল।
আর আমি এক দৃষ্টিতে চেয়ে আছি অপলক !
জানালার গ্রিল আকড়ে ধরে উদাস দৃষ্টিতে, লাবন্যময়ীর অপেক্ষায়।
এত রূপ, বসন্তে ভরা যৌবনা, ডাগর আখির মায়া জড়ানো চাহনী
দর্শনে প্রকৃতি আজ লজ্জাবতী তরু।
তুমিও কোন তরুর ফোটা ফুলের মতই শুভাষিত,
নীলপদ্ম তোমাতে জড়িয়ে গেছি ।
কাল্পনিক দর্শন নিমিষেই সমাপ্তি !
তুমি তো আমার বাস্তবতার নীলফ্রেমে আঁকা, বনলতা সেন।
আধার আলোর সংমিশ্রনে তুমি আমার উপমায় ঘেরা
ভালোবাসার নীলপদ্ম।
নিটার হল
রুম নং-১০৮
১০/০৫/১৩