টগবগে লালসার চাঁদরে পড়ন্ত কুয়াশায় তোমার জন্ম ,
শুরুতেই একটু বাড়াবাড়ি তোমার দৌরাত্বে,পীনপতন নীরবতায় থেমে গেছি অল্প শোকে ।
আমি তোমার জন্য জমা করেছি পুরো পৃথিবী,পর্যাপ্ত সত্যি হলো এই জমাটুকু তোমার ভাণ্ডারে আমি পৌছে দিবোই,
প্রতিজ্ঞা সত্যি হোক,তুমি হও গহীন অরন্যের মহীয়সী।
পাটাতনে স্বযত্নে রাখা এখনো তোমার পায়ের আঙ্গুলির ছাপ,
গাঢ় লিপস্টিকের দাগ এখনো আমার জামায় লুকানো ,
তারপরে বহুদূরে গিয়ে থেমে গেছে লালসা,উপলব্ধি,মনের সামান্য অবক্ষয় ।
কাঠপোড়ানো সে চুলোয় এখন ভাতের হাড়ি চড়ে না,আচমকা ফুটন্ত পানির ছিটায় পৃথিবী চিনায় ।
তোমার অপেক্ষায় একটা বালিশ ,সুই সুতোয় ফুল তোলা নকশী কাঁথাখানা এখনো সম্পূর্ন হয়নি ,
ভুল করে না হয় খোলা দরজায় আরেকটাবার বসি ,শেষ হোক নকশী কাঁথার আর্তনাদ ।



নিটার হল
রুম নং-৩০৮
২৩/১২/২০১৬