থেমেছি ;যাত্রা শেষ।
ভাল কিছুু হয়ে উঠুক পুষ্পকলির মেঘমাল্লায়,
জীবন্ত ফড়িংয়ের ডানায় হাসুক স্বপ্নবিলাশীর আয়োজন,
রথ যাত্রা ঈষান কোনে হতে পারে,
পূন্যযাত্রা, স্বর্গলাভ সহজাত কিছু না,
যত্রতত্র জীবন গুছিয়ে নিতে বেগ পেতে হয়, আর সহসা ভূতপূর্ব অজ্ঞাতনামা কেউ একজন হয়ে গেলাম আমি,নিয়ামক তোমার।
পর্যালোচনায় তোমায় রাখলাম আমার শ্রেঢ়ী সময়ে,
তুমি ছুয়ে যাও বেহেশত মাকাম, টিকলি সুলভ কোন মহাত্ব হোক তোমার আশীর্বাদ,
তোমার কথন সত্যি, আমি পারি না এমনকি কিছুই পারি না।
কিন্তু সব ভাল স্বপ্ন তোমাকে ছোবে, অত্যাধিক ভাল,
তুমি হাসিমুখেই ভেজা চুলগুলো সকালের আলোয় শুকাবে, চিরুনিতে আচড়াবে।
তোমার চুল আর চিরুনির মধ্যকার সংঘর্ষটুকু আমি।


নিটার হল
রুম নং -৩০৮
১২/১২/২০১৬