আকাশ আজ বড্ড অভিমানে সিক্ত,বড় শখ করে জন্ম দিয়েছিল এই মেঘবেলার,
মেঘের মমতায় মিশে থাকে অবসাদ নয়তো আদ্রতা ।
কবিত্ব নাকি ডুব দেয় শুধু ধোয়াশে জলে,
তবে তাই হয়েছে অবসাদে নয়তো আদ্রতায়,
ক্রমাগত আত্বজিজ্ঞাসা আমায় ঠেলে দিয়েছে তোমার কাছে ।
ফেরার অবকাশ নেই কোথাও, ঢিলেঢালা সম্পর্ক আত্বানুভূতিতে আঘাত করে তবুও জয়ী হয় প্রেম,
নতুন করে মোড়ক উন্মোচন হয় সংসারের,মানিয়ে যাই প্রকৃতির পুরনো নিয়মে।
বিনয়ের কয়েকটা লাইনে টেনে এনেছি তোমার সভ্যতা,
সত্যতা আমি তোমায় ভালোবাসি,
অতঃপর ন্যাফথলিনে সুগন্ধময় করে রাখলে সত্য কিছু স্মৃতি, ভেবনা স্বর্ণযুগ তোমার ভালই কাটবে,
মাটির কলসিখানা ভেঙে ফেলেছি,পুরনো তো...
মেঘবেলায় কেউ তো আর বৃষ্টির ফোঁটা ধরবে না আমার নিমিত্তে।




নিটার হল
রুম নং-৩০৮
৪/১২/২০১৬