একটা অন্ধকারের কবিতা, ওর তো কোন দোষ নেই,
ওর সাহসে কুলায় না বলেই ও এখনো অপ্রকাশিত রয়ে গেছে।
সব কবিতা-রা সার্থক জন্ম নিয়ে বাঁচে না
কখনো টোকাই বনে যায়,কখনো ছিন্নমূল ডায়রীতেই ঘর করে,
আমার কবিতার অঙ্গিভঙ্গি তুমি,ভাবটাও তুমি
কবিতা নিঃশেষে বিভাজ্য হয় তোমার জন্য।
প্রকৃতি আমাকে কবিতায় বাধ্য করে,
এর অংশ তুমি হয়ে যাও মূল প্রতিপাদ্য,
জীবন সংগ্রাম করে আজকাল আমার কবিতারা সংগ্রামের প্রস্ততি নেয়,
ওরা তোমার মাঝে বাঁচতে চায় বলে লিখিত রূপ পায়,
একটা ঝুট পৃষ্ঠায় চিরস্থায়ী হতে হবে জানলে,
ও কবির মস্তিষ্কজাত হতো না,
ক্ষমা করে দাও কবিতাকে, কবিত্বের দাবি !
কবিকে এক্কেবারেই ভালোবেসো না, অভিযোগ নেই
শুধু কবিতাখানিকেই ভালোবেসে রাঙিয়ে দিও কবির বসন্ত।
নিটার হল
রুম নং-৩০৮
২০/১১/২০১