ক্ষনিক বিশ্রামে চুরি হয়ে যেতে পারে আন্দোলিত একটা পাঠ,
যে পাঠে বার্তা থাকে নিকট ভবিষৎ এর,
নিজস্বার্থ ক্ষুন্নায়নে ব্যস্ত হয়না কখনো পৃথিবী,
কৃষ্ণকলি নিউরনে চব্বিশ ঘন্টা টোকাটুকি করে না,
ব্যস্ততাই নিপাতনে সিদ্ধ সমাসের ব্যাখ্যা দেয়।
পাংশুল হয়ে বাঁচতে চাই না, পূণ্য পাঠশালা আমাকে ডাকে সাদরে
হেলায় হারিয়ে জীবন বেলা ঘাটেতে বাধা ছই হীন নৌকা,
পদাংকে আঁকা বিপদের রেখা,বহুদূর টানা তার লাঙ্গট
নতুন করে বীজের অঙ্কুরোদগম হচ্ছে ,প্রতিনিয়ত হেরে যাচ্ছি কেন ?
নিয়ন্ত্রিত জীবনদর্শন আমায় ছোয় না কেন ?
বিকেলের আভা আমায় জড়িয়ে নিক, আমি হয়ে যাব অন্ধকার।
যখন শুন্য হয়ে আসবে মস্তিষ্কের সহজজাত কার্যক্রম,
এমনিতেই হয়তো গুটিয়ে যাবো প্যাকেটজাত দ্রব্য হয়ে,
নিছক পঁচা পলিথিনের মত।
নিটার হল
রুম নং-৩০৮
২৭/১১/২০১৬