আমার চন্দ্রবিন্দুতে ফোটা নেই, একরাশ তারকার হাঁটে মহামূল্যবান চাকচিক্যময় একটা তারকার খসে পরার আদলে
চন্দ্রবিন্দুর ফোঁটা পূর্ণ হল।
বিপন্ন আকাশরূপ বিকৃত হল তুমি চন্দ্রবিন্দুতে স্থির হওয়ায়,
হৈ-হুল্লোর এই গগনে আর রাতের আকাশ আলোমন্দায় ভুগছে
আমি তোমাকে লুকায়ে রাখলাম পূণ্যবান খামে।
জয়ব্রত নিয়ে তারকাও লুকিয়ে রাখা যায়, কখনো সে নিজেই লুক্কায়িত হওয়ার বাসনা করে
মনবাঞ্চনা শিকায় যতন করে রেখেছি বলে আজ তুমি নিজেই আমার মাঝে বেড়ে উঠলে।
ভূখণ্ডে তারকারা স্থির হয় না, ওরা জলের মাঝে নিজের প্রতিচ্ছবি দেখতে ভালোবাসে,
আমার চোখের কোনে অসংখ্য জল তুমি চাইলেই প্রতিচ্ছায়া হবে যখন তখন।
একটা আনাড়ী চন্দ্রপথ তোমায় হাটিয়ে নিয়ে নিল যোজন দূর
তুমি তার সঙ্গী হলে নিরঙ্কুশ আবদারে,
চন্দ্রবিন্দু এখন নিয়মিত আস্ফালন করে, কারণ
হাজার বছর আগে এই চন্দ্রবিন্দুতে ফোটা ছিল না।
নিটার হল
রুম নং-৩০৮
২৪/১১/১৬