খুঁটিহীন মাটির একখানা এক চালার একান্নবর্তী  ঘর আমার,
বৃষ্টির ফোঁটায় মাটির দেয়ালখানা খসে পরার অবস্থা,
তবুও দাঁড়িয়ে আছে ঘরখানা,
পুরনো কিছু ভালোবাসার আদলে।
এক গ্রীষ্মে আবেদন জানিয়েছিলাম তোমায়
একখানা মাদুর পেতে !
কি করবো বলো, এর চেয়ে সাধ্য যে নেই আমার
বর্ষায় তো আমি নিজেই হাঁটুজলে মাখামখি করি,
তবুও সাধ্যের সবটুকুতে আছে কিছু নির্ভেজাল ভালোবাসা।
চন্দ্র উপভোগ করি চালার ফুটোয়
মাটির ঘরের মেঝ হয়ে যায় আয়নারূপ,
তুমি হয়তো এই আয়নায় সাজবে
কাজল মাখবে, চুলের বেণী করবে,
টিপ মেঝ হয়ে কপালে উঠবে, একটা মায়ায় আবিষ্ট হব
আমি এতটাই উচ্ছসিত হব যে, তুমি লাজুক হবে।
বিশ্বাস করো এটাই সুখ !
মৃণালিনী  ! আমার একান্নবর্তী ঘর তাতে আর এমন কি,
তুমি এতটাই সুখী হবে যে, তুমি এক্কেবারেই ভুলে যাবে
তোমার কোন ঘর নেই ।



নিটার হল
রুম ৩০৮
১৩/১১/২০১৬