আঁকা বাঁকা এই পথে
যায় কে ঐ তটে,
ঐ গায়ের এক মেয়ে
মনটা আমার কাড়ি।
পথিকের পথটা ছাড়ি !
টানা টানা চোখ দুটি তার
কালো কালো তার কেশ,
মনের কোনে তাকে যেন কেন
ভাললাগে মোর বেশ।
নেই যেন এর শেষ !
কোমড়ে তাহার বিছা বিলায়ে
আলতা রাঙিয়ে পায়,
এ পথ ছাড়িয়া কোন পথে গো
সে হাটিয়া যায়।
রাখিয়া আমায় দাড়ায় !
মনের পাটিতে বাসর সাজিয়ে
রেখেছি তোমায় যতন করে,
পাব যেদিন আমার করে
মনের-ই এই গুপ্ত ঘরে।
শান্তি পাব তবে,কবে আমার হবে ?
দারুননাজাত, রিয়াজুল জান্নাত ৫নং হল
রুম নং -৯
১২/০৪/২০০৮