তব মন মাতানো রূপ
আমার ভাল লাগে খুব,
তাইতো তোমার দিকে
চেয়ে থাকি অপলকে।
প্রিয়া,সে কি আমার অপরাধ কিংবা দোষ ?
তোমার কাল রঙের কেশ
আমার দেখতে লাগে বেশ,
দেখে তোমার ঐ মায়াবী বদন
আমার মনে বাড়ে আকর্ষণ।
প্রিয়া,সে কি তোমার প্রতি আমার কোন আক্রোশ ?
তোমার মিষ্টি মধুর হাসি
আমি খুব ভালোবাসি,
তব কথা বলার ভঙ্গি
করতে চাই মোর জীবন সঙ্গী।
প্রিয়া,তুমি যদি না করো সংকোচ !
দারুননাজাত, রিয়াজুল জান্নাত ৫নং হল
রুম নং-৯
২৫/০৪/২০০৭