উর্ণানাভ এর রাজ্যে ব্সবাস
উদিত সূর্যের অস্তমিত হওয়ার সাথে রাতের জানান দেয় প্রকৃতি,
চাঁদ আর তারকার মিলনমেলা
প্রকৃতি পাঠের আসরে,পূর্ণিমার মগডালে অবিচল ছিল।
মনপৃষ্ঠার সমস্তটা জুড়ে
অধির অপেক্ষায় স্বপ্নমিশ্রিত রাধিকা চন্দ্রবিন্দুতে,
নিরবতায় থেমে ছিল
অদৃশ্য কোন অনুভূতি আচড় কাটে মন-জানালার সানসেটে।
শোভামণ্ডিত কিশোরীর ঘুর্নায়মান চলাচল
সাচ্ছন্দ্যে প্রসারিত দু'বাহু অনুভবে,বাস্তবে সংকটাপর্ণ আকাঙখা,
সর্বস্ব বিলিয়ে দিয়ে
এ নদীর মোহনা গিয়ে জড়িয়ে আছে সাগরে,পাহাড় হাত বাড়িয়ে আকাশ ছোয়।
যত্নশীল ধৈর্য্যে নিয়ে গড়া
একটা গোড়াকাহিনীর কেচ্ছাটা না হয় না-ই শুনলে,
তোমার উঠে আসার পেছন পাতায় একটাবার চোখ বুলাবে না !
উত্তেজনায় আমার চৌকাঠ না মারালেও
আষাঢ়ের মেঘে কীর্তন তো এলো বলে,প্রস্তুতি নাও
নিস্তার কোথায় বল,
প্রতিদান পেতেই সত্যের গোড়াপত্তন এখনো নড়বড়ে।
চোখ মেলে সব কিছু দেখেও তাই চুপ থাকি, একটু আধটু যা হয় তা শুধুমাত্র ইমোশন এর অবক্ষয়।



নিটার হল
রুম নং-৩০৮
০৬/১১/২০১৬, 3:37pm