পুষ্প ফোটেনি কায়ায় যতখানি দেয়াল তুলে রেখেছিল জমিদার,
রাতের নর্তকী, ক্ষাণিক সময়ে করে রেখেছিল সভার!

মেয়েটির কি দোষ?
একদিন বেড়িয়েছিল প্রেমের আম্রকাননে, রূপ যৌবন তাকে নিরুত্তাপ প্রকোষ্ঠে ঠেলে দিয়ে, দলিল করেছিল গাঢ় লিপস্টিক।
কেমনে করে ঘুরে বেড়ায় হাসির ঢেউ, অনুধ্যান কি করে দুঃখ পোষে?

কারুকাজ সংবলিত সূর্যের কাছে উত্তাপ পাবে কি বেলাশেষে?
কেউ আর আসেনি কখনো মায়ামুখের সংস্পর্শে।

লুকিয়ে থাকা কেউটে সাপের লেজ কেটে নিয়ে চলে গেল ওঁঝা, ভেবেছে বিষদাঁত উপ্রে গেছে শোকে।
দেখো কয়েক ফোঁটা চিনির দানা পুড়ে পুড়ে হয়ে গেল ক্যারামেল!
অথচ এখানে শোক নেই। সব শোক লেগে আছে তোমার হারানো লিপস্টিকে।

পাথর ছুঁড়ে মেরেছিলে আমায় ভালোবাসার বাহানায় অথচ ফিরে এসেছে তোমার দিকে।



মিরাশপাড়া,টঙ্গী।
৩০/৫/২৪