জানালায় উঁকি দিয়ে কারে দেখে আকাশ? 
গ্রীল ছেড়ে হাত বাড়ালে ছুঁয়ে দেয় বাতাস।
দিনের চোখে তে তারে লুকিয়ে রাখে রোদ,
রাত নেমে এলে চুপিসারে নিভে আলো খোদ!

আধার রূপে লুকিয়ে গেলো এই সন্ধ্যার বাতি,
পথ হারালে অঘটন, অচেনায় কে বা হয় সাথী!

মেঘ ডেকে ডেকে কান্না ঝরায়, বজ্রের চোখ টিপে শক লাগে হাজার কিলোওয়াট,
নোঙর করেনি জাহাজ আর কোনদিন, কবে নাকি ছেড়েছিল আমার ঠিকানা ঘাট।

ভয়ে তাকিয়ে থাকতে পারে না আঁখিযুগল সমুদ্র জলে,
কেউ গড়ে না পাড়,উপচে আসা ঢেউয়ে তার ক্ষত হলে।
কূলে এসে থেমে যাক বালুদের কণা, চেয়ে দেখি মিশে আছে ভূলোক দ্যূলোক,
আপন চেনে না নিজে, ডানা ভাঙা পাখিদের পালক!




নদীবন্দর, তুরাগ।
১৬/৫/২৪