ইতিহাস বলে,লৌহশিকের কয়লা ডেরায় তরবারী গরম করা ছিলো,
এরা তখন প্রত্যক্ষ মদদে হানা দিয়ে বসলো কলিজায়।
ভূমি তো কলিজাই নাকি?
দস্যুতা ফিরিয়ে এনে ঈমানী সঞ্চয়টুকু নষ্ট করে দিলো,
হায় মুসলমান! উদারতা এখন নস্যি ডাকাতের দল খুবলে খুবলে খায়,
শিশুটির হাহাকার শোনে না বিশ্ব মোড়ল,
দু'জন কাঙালি মালিক এসে দেখে তার বাড়িখানা হাসিমুখে দখলে রেখেছে ইহুদির দল।
কি যাতনা, তবে নিশ্চুপ তুমি ক্ষমতার পূজা করো অর্ঘ্যদান,পুষ্পমাল্য গলায় ধরাও;
তুমি জানো না ঐ গলা,গলা কাটে তোমার ভাইয়ের,সম্ভ্রম হানি হয় বোনের,
আর তোমার সিজদাহ্ উঠিয়ে রাখতে চায় ওরা!
ক্ষুদ্র সময়ের সাথে কাটিয়ে উঠতে পারলে না লোভ,তুমি নাকি ইসলামি শাসক!
ঐ বিধাতা অপহরণ করে নিবে একদিন তোমার বুলেট,
হাসবে শিশু আবারো,
বোমার বিস্ফোরণ থেমে যাবে, টিভি চ্যানেল টা ঝিরঝির হয়ে যাবে,
হঠাৎ দেখো কালেমা লেখা হবে আকাশে,বিজয় উড়বে পতাকার,
সব ভূমি ইসলাম বলে মাটিতে লুটাক, ফিলিস্তিন ভূখণ্ড ব্যবহৃত হোক মুসলিমের পদধূলিতে।
সব নাটক সম্পাদনা হবে এখানেই, একটু ধৈর্য্য ধরো যুবক!
নিরিবিলি, নবীনগর
১৮/৮/২০২০