সুতার বয়নের মত আমি ঠিক অগোছালো থাকি প্রথম তারপর কিভাবে যেন প্রেম প্রেম আবদারে খাবি খাই।
ঝুলন্ত ব্রিজের মত ঝুলতে থাকি, দাঁড়িপাল্লার মত কম বেশি হই,
   বানরের রুটি ভাগের মত ভাগ করে কেউ কেউ অসম।
   আবার কয়েকটা বাহু মিলে গোলযোগে মিলে হয় বিষম।

আমি আটকে যাই, উসখো আবেদনে নাপিত যেমন করে ছেঁটে ফেলে বাড়ন্ত চুল,
সব শেষ একসাথে হেঁটে গিয়ে শেষ সীমানায় খুঁজে দেখি পুঁতে রাখা সমস্ত আমার ভুল।

           শোধরানো যায় নি অবক্ষয়
কেউ আসেনি জানতে,
               কতটুকু ভেঙেছে হৃদয়
ফের আছে নাকি বাকি আবদার,কারও দারপ্রান্তে।

পুষ্পের ঘ্রাণ মরে যায়, নাকের ডগায় চেপে রাখি মাঝ রাত;
ঝিঁঝি পোকার চিৎকারে ভেসে আসে তীব্র আঘাত।

এরপর ছাপাখানায় মৃত্যু ঘটে কালি আর নিগুঢ় কথাদের,
ক্ষুদ্র হতে হতে মাটিতে লুটায় প্রেম আয়ুষ্কাল আমাদের।




নিরিবিলি
১৫/৬/২৪