আমাদের কখনোই একই বৃন্তে থাকার কথা ছিলো না, থাকলে রূপকথা হয়ে যেত!
আমরা অগোছালো থেকে গোছালো হতে গিয়েছিলাম,দুহাত দুদিকে ছড়িয়ে গোছালো হওয়া যায়? সে বিরাট আন্দামান পর্বতের আড়ালে লুকিয়ে যাওয়া সাদা ইদুর,
তাহার লোমকূপে স্পর্শ হলে মানসিক সুরসুরি লাগে,আবেগ জাগে আর আমি বরণ করি দিনকানা স্বভাব।
বিবর্তনের ধারা মুন্সিয়ানায় আটকে দিতে চাইলে কালাপাহাড়ে মানত করে আসতে হবে, এই যজ্ঞ সম্পন্ন হতে হতে বহিকর্ম প্রকাশ পাবে আবর্তনে;
পুনরায় কলি হয়ে জাগা হবে তবে? ফুল কি মরে, তাকে মেরে ফেলা হয়!
চিলশকুনের ডেরায় গিয়েও ফিরে আসা যায় যদি মৃত না হও, জীবিত প্রাণীর এত ভয় কিসের বলো, তবুও আত্মাহুতি দিয়ে,ফুলের গন্ধ বিলিয়ে দিয়ে যাওয়া উচিত হয় কি?
এমন হৃদয় ফুটতে জানে বারংবার।
এই পাহাড় কেটে সুরঙ্গ করা হয়েছে, তুমি কি গর্ত পোকাদের নিষেধ করে দিয়েছ?
তবে এই ট্রেইলে কে সঙ্গি হবে! এই ফুলেল সুবাস পঁচে বিশ্রি হয়ে আছে,আমি তো যত্ন করে নিয়েছিলাম, তার করুন পরিনতি শকুন চিবায়!
পথকে ভাগ করে দাও, যথাসামান্য বিয়োগ ব্যথা নিয়ে আমরা দু'দিকে সরে গেলাম; তবু পোক্ত হোক ফিনিক্স পাখির উড়ন্ত ডানা।
গন্তব্যের এই খড়কুটোর, অগোছালোর মাঝেই যে গোছালো'র বসবাস।
স্টারলিং লন্ড্রি লিমিটেড
১১/৩/২০২১