বিদঘুটে সন্ধ্যাটা আর রাত হতে চায় না,ফিরে যাওয়া নৈশপ্রহরী সব সাক্ষী,
আকাশটা ভীষণ জ্বরে কাঁপছে, গা পোড়ানো উত্তাপ,
চিলেকোঠায় এক চিলতে জমা হাসির খোরাক এখনো অপ্রকৃতস্থ মন!
বাঁধে গঙ্গার ঘাট,উচুনিচু ঢেউ কাঁপলো পাড়,মনযমুনা হয়ে গেল স্রোতস্বিনী বেহুলা।
পার্বতীকে নিতে এসেছে দেবদাস, আহা! যন্ত্রনা; সে যে বসে আছে মগডালে চিকন সুতোয় গাঁথা পদ্মখোপায়।
এ অপেক্ষা পূর্বের মত নয়,হোগল পাতায় পা-টি তৈরির আক্ষেপ যেমন আজ অন্য জোড়ায় বাধা অলক্ষুণে এ কান্ড,
জমাট লাল রক্ত ছিটিয়ে দেয়া পূন্যতায়।
সেবারে একেবারে শেষ করে দিয়েছিলাম সাহস,পরিবর্তন চাইনি শেষ গোধূলিতে,
আমি যাবো মাদাগাস্কারে,এক অনন্য শিকড়ের টানে।
মেঘমালতী ছুঁয়ে যাওয়া বৃষ্টি আমার আক্ষেপ ধুয়ে দেয়,আজ আমি মুক্ত!
আকাশপানে চাইনা অনেকদিন।
স্টারলিং লন্ড্রি লিমিটেড
২৬/৯/২০২০