কাশফুল ছুতে গিয়ে ছুঁয়ে ফেলেছি তোমার আবরণী শরীরবিজ্ঞান, নিতম্বের মতন করে সব ঢঙ তলিয়ে যায় সন্ধ্যা নামার পর;
     এ কেমন ছোঁয়া,কাপে ঠোঁট বিশ্লেষণী থরথর।
    পতিতার মত আমার আর কখনো ফেরা হয়নি ঘর।

যে পথে হেঁটে গিয়েছে মন, স্থির হয়ে থাকে চোখ, ভীষণ জ্বর থেমে থেমে নেমে যায় ঘামে, অস্থিরতা অস্বীকার করে খ্যাপাটে রোদ;
        বাতাসের পথ আগলেছি বলে কিছুটা করেছে শোধ।
        বাতায়ন খুলে, মন করে যায় প্রিয় উলঙ্গ তোষামোদ।

শোনেনি সে জীবনের বয়স গাঢ় থেকে হয়েছে গাঢ়, টান ধরে চামড়ার কবে বদল হয়েছে ভাজ, ঝলসানো হাঁস সাঁতার কেটেছিল কবে দূরের গ্রামে,
    ঐ ছোঁয়া ভোলেনি মন আসতে গিয়ে আটকেছি জ্যামে।
    পুরো পথ জুড়ে লিখেছি চিঠি, কি ঘটেছিল অনুধ্যানে।
 



ফাল্গুনী হাউজিং
২/৬/২৪