আমরা পরস্পর বহুজাতিক, চোখ সরিয়ে অন্যপাশ, শিকলবন্দী দু,পা তুলে কেন বিপরীত নৌকায়!
ভ্রুক্ষেপ জমা ঈগলের চোখে, ছো মেরে নিয়ে যাবে অ্যামাজন বনে।
এখানে বাঁচার রসদ আছে, আছে বিষাক্ত ছোবল,ভয়ানক,অব্যক্তরূপে খেই হারিয়ে ফেলা জীবাশ্ম!
মেয়ে সবটুকু তোমার ধরে রাখা প্রেম তুলোর মসনদে,সুতোর কাউন্টে! কতটা পাকধরে আছো তুমি?
আমি টুপটাপ কয়েকফোটা করে উজ্জ্বল রং মিশ্রিত জলে হরহামেশাই তোমার প্রোট্রেইট আঁকি;
মোনালিসা, লিওনার্দো দ্য ভ্যান্সির মত রূপকথার হিস্ট্রি তে জমাতে পারার আফসোস নিয়ে নয়,
এখানে জলের নিচে সমুদ্র স্নান আছে।
মুখোমুখি থেকেও আক্ষেপ নিয়ে কেন কান্নার প্রসব বেদনায় ভাড়ী হয়ে আসে তীর,
প্রেম হোক বা প্রেমিকা,খুনি হয়ে ওঠে!
এই একবিংশতায় প্রেম কিসে জন্মায়, সভ্য বাস্তবতায় অথবা কদাচিৎ এই লেখার মস্তিষ্ক ঘাটা বর্ণমালায়?
এখানে সব বর্গীয় জ, ঞ এর মত কঠিনতম ধাঁধায় বাঁচি না, সহজ প্রেমে নোঙর ফেলা নাবিক!
চড়বে এই পুরাতন বাড়ি ফেরা কোসডিঙায়?
বহুত কর্ম পিছে পিছে ধাওয়া করে নিয়ে যায় তোমার খিড়কী পানে,
এখানে নাকি আকাশ ছোঁয়ার ডাগর চোখ আছে,মন খারাপে জিভে জল আনার তেঁতুল স্বাদ আছে!
প্রেম ভাতে বাড়ে,শোনা কথা দায় বাড়িয়ে দেয়,
বিভীষিকা শেষে একত্রে চলার দুকদম পা এগিয়ে রাখো,শিশিরে ভিজুক জীবন্ত দেহ,
তরতাজা দুটো প্রান মিলে যাক একই বৃন্তে।
কুয়াশার ঐ অদেখা পাড়ে রক্তশীতল প্রেম জমা রয়, উষ্ণতার বহুব্রীহি ব্যখ্যায়।








উৎসর্গিত কবিতা।😇


এজিএস, টঙ্গী বিসিক।
২৪-১০-২০২১