-দাম বাড়ছে?
-কার?
-মাইনষের! বাইছা বাইছা কইয়েন না, জিজ্ঞাস করছি আমজনতার?

-এত জিনিসপত্তর থাকতে, মানুষ খুঁজতে আইছেন কেনো?
-নিজেই একটা মানুষ তার লাইগা উপায় খুঁইজা পাইতাছি না যেন!

-তাতে কি মিয়া ভাই!
মানুষ তো এখন বিকোয় মান আর হুঁশে। যার মান আছে তার হুঁশ নাই, যার হুঁশ আছে তার মান নাই।

-আপনি ঠিক কইছেন। তয় আমার তো একটাও নাই।
মান খুঁজতে গিয়া হুশ হারাইয়া ফালাইছি লোকাল বাজারে।
আপনে কি খুইজা পাইবেন একটাও লাখে কিংবা হাজারে!

আমি অহন আর মানুষ নাই!
যহন যেইখানে যাই খালি অবহেলা পাই।




ফাল্গুনী হাউজিং
৮/৪/২৪