আমার কোন প্রেমিকা নেই,
যেই ছেলেটি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না তার প্রেমিকা থেকেও লাভ নেই।
সমাজ এই মেরুদণ্ড,কচকচা নোটে সোজা করে,এই কমবিত্ত মধ্যবিত্ত ছেলেটা আসলে চিংড়ি মাছ! এরা মেরুদণ্ডহীন প্রাণীকূল।
এরা কাঁকড়াও; আঁকড়ে আঁকড়ে চলতে চলতে নিজের পায়ের নির্ভরশীলতাও হারিয়ে ফেলে, পঙ্গু প্রেমিক হয়।
এসবের প্রেমিকা না থাকাই ভালো।

আমার কোন প্রেমিকা নেই,
থাকতেও নেই আসলে,না থেকেই বরং নিস্তার।
ভালো পড়াশোনা নেই,থাকলেও চাকরী নেই,চাকরী থাকলেও ভালো মাইনে নেই, আবার মাইনে থাকলেও স্ট্যাটাস নেই,স্ট্যাটাস থাকলেও এই আজব শহরে একটা জায়গা নেই,জায়গা থাকলে বাড়ি নেই!
এত্তসবের ভীড়ে প্রেমিকা হয়ে ওঠে না,আবার থাকলেও এই প্রেমিকারা বউ হতে চায় না!
ভালোই হয়েছে; এমন পরিস্থিতিতে প্রেমিকা জোটে না।

আমার কোন প্রেমিকা নেই,
এতসবের জ্যামে,একবার সময়ের সঙ্গী পেয়েছিলুম গৌড়ের বসতভিটায় কিন্তু প্রেমিকা হয়ে ওঠে নি।
গিফটের ফুলঝুরি, গোলাপের সুগন্ধি কিবা ফুলের বাহার নিয়ে ছোটা হয়নি,শহরের কালো চশমা পরে থাকা প্রেমিকার সঙ্গোপনে;
দালিলিক ফলাফল প্রমাণ করে ব্যর্থতা, সময়ের গিট্টু ছুটাতে না পেরে হেরে যাওয়া ভিক্ষুক,চোখের কোনে শুধু উষ্ণ জল ছিটাই দেয়ালে দেয়ালে।
তাই আমার প্রেমিক হয়ে ওঠা হয় নি,প্রেমিকাও আমায় প্রেমিক বানায় নি!
সাধারণ জীবনে আসলে প্রেমিকা বলে শব্দই নেই।












নিরিবিলি, নবীনগর
২০/২/২০২১