কৃষ্ণপক্ষে তুমি যদি বাহির হয়ে যাও কদম ফুলের সুবাস বিলায়ে,
                                        কত কদম পর কে জানাবে বলো এক খিলি পান খিলায়ে!

        মিলে যাওয়া অপেক্ষা সমুদ্দুর -



তারকাঁটা জুড়ে আক্ষেপ ভেতরে প্রবেশের,সিংহীর উন্মুক্ত  সিংহদুয়ার,
                                      কত আসর মাতালে বল জীবন জুয়ার!

         ছুঁয়ে গেলে এক বৈয়াম বাটালী গুড়-



নীরব চৌকিদার কাজুমাজু করে চাদর প্যাঁচিয়েছে ঘোমটার ন্যায়,
                                           মিশে গেছে মন সব অদৃশ্যের ব্যয়!


       না হোক আর কথা জানান দেয়া অচীনপুর-


















নিরিবিলি, নবীনগর
১৭/১০/২০২০