এই অবাক রাত!
আমার বাঁ'পাশ আগলে রেখে,ডান কাত!
এক ইশারায় আঙুল ঝুলিয়ে নিয়ে হাত!
আমাদের আসুক সুপ্রভাত!

নয়ন তাহারে যতন করে সহে ঘাত-প্রতিঘাত!
মিটিয়া গিয়েছে তিতা মিঠা ভীমরতি স্বাদ!
লোনা জল ভাঙিয়াছে আজি সীমান্ত বাঁধ!
এই অবাক রাত, জঞ্জাল ফেরী করে জীবন্ত কাঁধ!

হতাহত,
   আশাহত,
           আহত,
               আগত,
মাহুত! হেটে যায় ,সে শিকল পরে রয়।

স্তব্ধতা নিয়ে ঘুমিয়েছে রাত, নিগ্রহ!
হারিয়েছে বোবা পাখি সন্ধ্যার আগ্রহ!
তুমি বার্তায় থেমে যাক পৃথিবী গ্রহ!
নিয়ে যাক প্রেমিকের অন্দর সব বিরহ!

কুমিরের দু'চোখ,ছাপানো বিকেল বেলার সূর্য ডোবার মতন!
জানা আছে দক্ষিণা বাতাসে খোলা চুল উড়ে সাজায় কেতন!
আজি যক্ষার মতন বালাই সয়ে সয়ে অভ্যাস এই যাতন!
সে উপেক্ষিত তবু আশু শক্তির রূপ বেয়ে সুউচ্চ চূড়ায় রতন!

প্রাপ্তি,
   ব্যাপ্তি,
         সুপ্ত,
             তপ্ত,
আপ্লুত! সকাল রোদ, মনের খিল অপূর্ণ ক্ষয়।






এজিএস
১২/৯/২৩