যেমনটা লেখা ছিলো ইউসুফ জুলেখায় তাহার কতটুকু রয়েছিল সত্য মিশ্রিত ঘ্রাণ,
প্রেমে জোকের কামড়, সাপের ছোবল আছে!
এতগুলো হাস ঝাঁকবেধে ছুটছে,তেড়ে এসেছে সন্ধ্যা নাগাদ খেঁকশিয়াল।
মেরে ফেলো তবু বলোনা প্রেম নেই,নেই প্রেয়সীর কণ্ঠস্বর;
আবেগটুকু তুলেই রাখো,হৃদপিণ্ডের আওয়াজটা তো নয় পর।
শকুনগুলো প্রয়াত,মানবের মগজ ধোলাই হয়ে গেছে অসভ্যতার বলি,
এই ফাঁকে শকুনের স্বভাব নিয়েছে সমাজ,প্রতিবেশী,আপন প্রেমিকা।
প্রেম তো ভাটির টানে চিকচিকে বালুতে হামাগুড়ি খায়,
দূরে দাড়িয়ে ছেড়ে যাওয়া মানুষটা ময়ূর চড়ায়!
বউ কথা কও পক্ষীটা ডাকে আসো হে নবনীতা,নিরুপমা;
ঘর পাল্টে এ কেমন,কার তুমি প্রিয়তমা।
পল্লী বিদ্যুত, সাভার
২৬/৮/২০২০