আমি আবার নতুন করে ক্যামনে পরবো প্রেমে!
কে জানি বলেছিলো সেদিন ডেকেছে তোরে জম'এ
প্রেমের সুজি তৈরী হয়েছিলো রেখে দেয়া বছরপুরনো গম'এ।
পিঠাপুলি সব দুধে ভিজিয়ে রেখেছিনু সারারাত,
ভাজতে গিয়ে গরম তেলের লেগেছে যে ছ্যাকার আঘাত!
আমি আবার নতুন করে ক্যামনে পরবো প্রেমে!
চুলোয় রেঁধেছিনু একসের পুরান চালের ভাত,
সিদ্ধ হয়েছে কিনা জানতে লেগেছিলো যে এক প্রভাত!
ফিরে এসে দেখি চাল নেই মোর গোলাতে একমুঠো,
পাতিল ছিলো অনেক পুরনো, কয়েকটা তার ফুটো!
আমি আবার নতুন করে ক্যামনে পরবো প্রেমে!
একদিস্তা কাগজে আমার লেখা হয়নি প্রেমপত্র স্মারক,
কখনো যে ফেরত আসেনি ওপাশ থেকে এই ঠিকানায়, অত্র প্রাপক!
একদা ডেকে কে যেন বলেছিলো এসেছে একটা খাম আমার নামে,
বিক্রি হয়েছে নাকি বিয়ের পাত্রী আলিশান বাড়ির ইটের দামে।
আমি আবার নতুন করে ক্যামনে পরবো প্রেমে!
যে জন আমার মনের পরশে জুড়িয়ে গেছে প্রাণ
আমি তাহার কাছে হাত পেতে পাইনি প্রেমের ত্রাণ!
যাহা ছিলো মোর বাগান বাড়ি ভরপুর রঙিন ফুলে
কে জানে নিমিষেই ম্লান হয়ে যাবো এই প্রেম ছু'লে।
আমি আবার নতুন করে ক্যামনে পরবো প্রেমে!
আমার চোখে ছানি পরেছে কয়েকটা দিন হলো
শূন্য হাতে মানায় কি আমায়,প্রেমে পরা আবার বলো?
যেখানে ছিলো না মোর হৃদের কোন অংশে ঘেরা বাঁধ
মিটে গেছে একালে মোর এক্কেবারে প্রেমে পরার স্বাদ!
আমি আবার নতুন করে ক্যামনে পরবো প্রেমে!
নিরিবিলি, নবীনগর
২৮-৬-২০২০