পরাধীনতা ঠেলেঠুলে নিয়তির ফ্রেমে কে রাখে,
যে রাঁধে সে নাকি চুল-ও বাঁধে!
নিয়তি পরচক্ষু নয় যে হাসিলে দুর্বোধ্য হবে, সে নিজস্ব ধ্যানজ্ঞানে জন্মায়,
             হয়তো কখনো ছিড়েখুঁড়ে, বচসা রুখে ক্ষমায়।

বদৌলতে পেতে না চেয়ে অর্জনে মনযোগী, সব শ্বেত পাথরের মত খুজে,
কঠিন বাস্তবতা হতাশায় মিলিয়ে ধূলো হয়ে যায়,
আর আমরা প্রতিকারী না হয়ে চেতনাবাদী সাধু হই;
                   বিভাজন রুখতে গিয়ে হারিয়ে ফেলি খেই।

সাধু'রা পরিবর্তনের জন্ম দেয়,পরিবর্তনে মেলে না সাধু,
জিজ্ঞাসিত হই আর পাপবোধের হিসেব কষে পিছনে ফেরার সুযোগ নেই,
আপন চিন্তা চেতনা-ই তো নিয়তি ঘর,
                       উড়ে যায় ধূলো, কে বাঁধে সাধ্যে মরু ঝড়।

আমাকে একটা ঘর বাঁধতে দেয়ার অভিপ্রায় হলো না তোমার, নিয়তি?
চরকায় তেল ঘানি,জীবন তো রুখে পানি!
দোষ খুঁজে জ্বালাতন, মশার মত গুনগুন অবিচার;
             নিয়তির খেল তাসের দান, রাণী রইলো না আমার।





ন্যাচারাল ওয়াশ এন্ড ওয়ার
২৪/১২/২৩