শোনো বালিকা,
রাতের এই নক্ষত্রেরা একদিন মৃত্যু ছোঁবে,
                           বিরস হবে নিঃসঙ্গ আকাশ;
একটা চামেলিফুল ফোঁটা দেখলো ভোর,
      বিরহে এই দেহের চুকে গেল হিসেব নিকাশ।

যাতনা পিষে ফেলি পিচঢালা পথের মতন,
                        কতকাল সে চাপাস্বরে কাঁদে?
দংশনে ধীরে ধীরে মৃত হয় পথ,
  ব্রেক কষে জীবন কেনো ফেলে দিয়েছ ঝর্ণা খাদে!

ভুল করেছ বালিকা মন,জলীয়বাষ্পে হেরেছে আপেক্ষিক তাপ,
              জ্যামিতিক নকশায় মিশেছে জলপ্রপাত;
আঁধার ঠোঁটের সূক্ষ্মকোণে কাল হাসি উতলায়,
      তোমার বিহগী সুরে যদি জাগে আমার প্রভাত।

শোনো বালিকা,
ভূকম্পন অনুভূত,শরীরে ভীষণ জ্বর,
                     জাগ্রত ভোর রাখে কপালে ছাপ;
নিরাশ বরফে মুড়ে আছি কফিন চৌকাঠ,
     তোমার অঙ্গুলি থার্মোমিটারে মেপে দেখবে?কতটুকু তাপ!




স্টেশন রোড
২৫/২/২৪