যেই শহর একটা এ্যাম্বুল্যান্সকে এগিয়ে দিতে জানে না,
সে শহরে প্রেমিকারা প্রেমের জন্য হৃদয় আনে না।
আনে হ্যালোজেন লাইট থেকে কিছুটা গতর সুখের ভাব,
বদ্ধ ঘরে যেমনটা লেগে থাকে অক্সিজেনের অভাব।
মন ভর্তি মণ অসুখ
মানিব্যাগ কাটতি টাকা খসুক
জোড়া কবুতর তবু উম বসুক
মানব তব মানবতা পুষুক।
অথচ শহর কালো ধোঁয়ায় ঢাকা, তাকালে বিশাল ছাঁদ
শরীর আটকানো গয়না পুষে,দেখো বাড়িয়ে দিয়েছ খাদ।
নির্ঘুম রাস্তা বেঁচে থাকে নিয়ন বাতির ঘোলাটে পিপাসায়,
একদা বৈঠক সেরেছিল কায়া পূর্ণ চন্দ্রের প্রতিবিম্ব ছায়ায়।
নিরিবিলি
২৪/২/২৪