আপন মস্তিষ্কে খেলা করে দীঘল দীঘির জল,
এই জোছনা রাতে তুমি না বাঁধিলে সুখ,চোখ করিবে ছলছল।

দীঘির দূত,
আমাদের এমন দেখা আর হতে দেবে না রাত,
সেদিনের পর সব তাঁরা নিয়ে অক্কা গিয়েছে চাঁদ।

না না, এই বসনে তারে আর চায় না দেবীপ্রসাদ,
আশ্রিত প্রতারণায় মনের যে ঘটে গেছে অবসাদ।

আমারে কলম করে ভিজিয়ে রাখো অষ্টপ্রহর, জলে জমুক গুটি গুটি পা! তারপর হাঁটি হাঁটি করে পৌঁছাই বৃহস্পতির পাদদেশে।
                            ক্ষমা চেয়ে দূরে সরে গেলাম, যেমনটা ঘাট ছেড়ে যায় অচেনা স্টীমার।

এই যাত্রায় থেকে গেলাম নিজের ছায়ায়, বাসি হোক প্রেম,রাত হোক গভীর, আরো গভীর কালো!
                                  নাইবা ডাকুক কুহক পাখি অথবা সে না থাকুক আমার।

আহা! রাতের কষ্ট বয়ে বেড়াই আমি,
     আমার কষ্ট বয়ে বেড়ায় অন্তর্যামী!




নিরিবিলি
১৫/৩/২৪