ধরো,লজ্জাবতী পাতা ছুয়ে গেলে বহুদূর তবে বাকিটা কাল এমনই থাকবে ভেবেছ?
রাস্তার সাথে পিপড়ের যেমন কোন দীর্ঘসূত্রিতা নেই তেমন ব্যস্ত পিচঢালা সামনে আগানোর বাহন পিষে যায় আস্ত বিশ্বাস!
জেগে তো হুতুমপেঁচাও ওঠে গভীর রাতে,এই সৌভাগ্য সুন্দরী দোয়েলের হয় কি?
পন্য সামগ্রিই রুদ্রখোপায় চাপিয়ে যায় বিশাল বিশাল মালবাহী ট্রাকের মত,
ওপাশ ঘোলা হয়ে যায়,মুছে যায় স্পষ্ট প্রেম আটকে থাকা দেয়ালে!
সজীব প্রান বিনোদিত হয় ময়ূরাক্ষী নায়ে,এই নাও চলমান উত্তরের আস্ফালনে,
বৈঠায়ব ঘষে ছেড়ে চলে যায় কত নির্জন পথ,কত পানি ছলাৎ ছলাৎ শব্দে হার মানায় মাধবীর কথাকলির!
এগুলোতেই মজে যায় বিক্ষুব্ধ মন।
যাযাবর এক গ্লাস নোনা জল খেয়ে নিল স্রোতের কাছে চেয়ে,এর চেয়ে সস্তা কি আছে, নিষ্কষ দেহজ টানটান করে বৈঠা ধরে?
এগিয়ে যাওয়া তবু এক সমুদ্র খুবলে খাওয়া তিমির মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানিয়া গান,
কে গায়,কে চায়; শান্ত থাকুক নীল সাগর।
আগর কাঠের পেরেক পুতলেই নাকি সুঘ্রাণ ছড়ায় তাও পঁচেগলে!
কষ্ট সহিষ্ণু হ্যাংলা শরীরটা মগজে আলোড়ন তুলে আজ সুগন্ধি কাঠ হয়ে জ্বলতে চায় আগুনে,
ফিরে এসে তবু দেখি লজ্জাবতী গাছখানা স্বরূপে অপেক্ষায় আছে।
স্টারলিং লন্ড্রি লিমিটেড
১৮/১০/২০২০