আশায় বাঁচি আশায় বাঁধি বুক,
তুমি ছাড়া কোথায় খুঁজবো সুখ?
যে আশায় মিলেমিশে থাকে তোমার সন্নিবেশ;
আমার গোছানো দাবায় কূটচাল হলো নিঃশেষ।

মাঝপথে কেন কেউ থাকে না,
পেয়ে গেলে খোঁজ কথা রাখে না।
হারিয়ে গেছে,হারিয়ে যাই,আইলেন দাগে সবটুকু ভুল;
যেখানে হারিয়ে যায় চোখের পলক,নাকের নোলক,মরিচ ফুল!

পথভুলে কেনো ফিরে আসে সে,
নিজেকে চিনি না,আমিটা আবার কে?
এসেছি এখানে, তারপরও হেরে গেছি নিজের কাছে;
উবে গেছে জল, যা কিছু তলানীতে জমা রাখা আছে।

না পাওয়ায় কষ্ট,পেলে পথভ্রষ্ট ;
জীবন যেখানে সময়ের উচ্ছিষ্ট!
তোমাকে পেলে আশারা হবে হতাশ, আর কোন থাকবে না প্রত্যাশা;
হোক সব শেষ, তবু টিকে যাক এই পথভ্রষ্ট আলো আর আশা।



রেডিসন
৯/৫/২৪