নাবিক তুমি কোন পথে চলো,সত্য কথাখানা এবার না হয় বলো,
নিয়ে চলেছ দাহ্যবাহী অচিন পুরে,কোন অজানা বাঁশির সুরে!
গর্তে ডুবে মরে যাই যদিও ভাগাড়,মনে তো ছিল না তবুও হারার,
বিশ্বমূর্তি জানুক তুমি বনিক সওদাগর,যতটা কাছে লিপ্সা ততটা বিধাতার কাছে পর।
কাছাকাছি সমাজ তবুও কত ফারাক সদা,এতকাল পরে লালসার কাছে তুমি পালের গাধা,
আলসেমি টা তুলে রাখো খাঁচায়,শুকাও তোমার হীনমন্যতা দোয়েলের মাচায়!
আবেগী মন কত চাপা পরে যায় পাহাড়ে,সময় গেলে সাধন না পেয়ে বলে উঠি আহারে,
যাতাকলে যাহা পারো সব পিষিয়ে ফেল,জাতকূলমান সব বুঝি এবার পুরোটাই গেল।
ভেদাভেদ নেই কবরে শুধু বলি,শপথ করে বেছে নিয়ে পথ তবেই চলি,
কে বা তার আঁচল চাপে মুখে বাহিরে অন্ধকার,দেহটা তবে খানিক বাদে পরে রইলো হয়ে অসার!
মানবিকতা জলাঞ্জলি হয়ে মিশে গেছে জলাশয়,মন নাকি মনুষ্যত্বের কোনটা হয়েছে ক্ষয়?
আমি তবে ফিরেই যাবো বিধাতা তোমার কাছে,ঘুরে ফিরে সব মানুষরূপী শয়তান কেন পাছে!
স্টারলিং লন্ড্রি লিমিটেড
২৫/৮/২০২০