পোড়া গন্ধ পাচ্ছি!
হাঁটতে হাঁটতে গরম তেলে ভাজা বেগুনি,মাশরুমের দেখা মিললো জিহ্বার তলায়,
ভাবলাম এই পোড়া বিশপের শাশনদন্ত অংশ ফেলে দেই,
গন্ধ গেলো না।

পশ্চাৎ এ চাপা দু'চাকার ঘূর্ণায়মান প্রেমিকা বাহন অনবরত মবিল পুড়ে যাচ্ছে,
পোড়া গন্ধ পাচ্ছি!
সার্ভিসিং হলো, ঘেঁটেঘুটে ময়নাতদন্ত রিপোর্ট এলো।
গন্ধ গেলো না।

রোদের বিষে ত্বক পোড়া যাচ্ছে, শব্দে এই কবিতার হকার;
সাহিত্যের দাম কম! পোড়া গন্ধটাও পাচ্ছি।
কবিতা ছাপাখানায় মৃত্যু দেখলো।
গন্ধ গেলো না।

উদাস মনে, ঘ্রাণ নিলাম অন্তরের।
ওমা! একি! তীব্র ইথার গন্ধ!
নাসিকা পুঞ্জীতে অক্সিজেন সাপ্লাই বন্ধ।
প্রেম, প্রেমিকা আর প্রিয় শব্দ নেয় না খোঁজ,
মন পোড়া গন্ধ ভাসছে হাওয়ায়।



একুশে বইমেলা
১৭/২/২৪