তোমার গুরুভাব
আমার স্বভাব।
নিত্য হাটে ঘুরে বেড়ায় উদাসী ক্রেতা, আজকাল প্রেমে প্রচুর দাম!
এমন শুকনো পাতার ডগা, ছিটানো কুয়াশায় রাস্তার ধারে উঁচিয়ে সন্দিহান।
পকেটের খুচরা পয়সায় খানিক বিড়ম্বনায় পরা বাকরুদ্ধ যুবক,
কৃষ্ণচুড়ার পরাগায়নে তাহাদের মিশ্রণ চালপিঠে খড়কুটোয়,হোক আবার হোক।
মেয়ে তুমি কানন ফুল
নিত্য মনের উদ্ভট ভুল।
মায়া ঘুরে এসে চুপ
দেয় এক মহাকাল ঘুম।
তাম্র পাত মাটির গভীরে কতকাল হলো বসবাস, কে সেই ভাগ্যলক্ষ্মী?
যাহার বসন শীতের মর্মরে গুঁড়োয় উড়ে গেছে হাওয়ায়, ধূলোমাখা আঙ্গিনায় পূজোভক্তি।
নখের গোড়ায় আজ সাদা সোহবত, তাহা বাড়ে কোন নৈসর্গিক ভোরে,
পাওয়ার তীব্রশক্তি ফেলেছে উহারে বুধ আর শুক্রের ক্রান্তি চক্র ঘোরে।
হয়েছে চুপচাপ এই রাত
প্রেয়সীর উষ্ণ আঘাত।
রেডিসন
২৩/১১/২৩