জানো আমি মিথ্যা বলিনা কতকাল!
আজ একটা মিথ্যা বলবো,
অর্ধমৃত মানুষ যদিও মিথ্যা ভেঙে বাঁচতে চায়,তুমি চেয়েছ তাই চেয়ে গেছি এ বিদায়;
আমার এই ধরণীতে জায়গা সংকুলান হচ্ছে না, একটা তুমি ছাড়া।
পঁচা হাড়-গোড় নাকি বেশ উপকারী সাধনায়, একটা মাজারে শায়িত হতে কয়টা বছর লাগে?
হাতের কড়ি গুনে বলে দেয়া যায় নাভীতে কতটা রূপক বাসা বেঁধে আছে, এখানের ব্যাথায় কাতর ভঙ্গাকুর মন।
রূপ চায় না, দীর্ঘ মাইলে হেটে যাওয়া দু'টো পায়ের সন্ধান-ই তো,নাকি!
কাতর কাঁদাজমা রাস্তাটা কেউ লেপে দিয়েছে তোমায় বায়নায়,শ্রাবণের ঝড়ে শুকিয়ে যাওয়া পথে একবার দেখা হোক;
পৌষের সকালে ঘুম ভেঙে ধোঁয়া ওঠা চা নিষিদ্ধ করা হবে নয়তো!
আমার বাগানের ঝড়ে যাওয়া পাতারা কুড়িয়ে পাওয়া মানিক বলে চুলোয় যেতে চায় না, তবে কি আটকে থাকবে দাউদাউ অগ্নুৎপাত?
কেটে আনতে হবে ঝড়াপাতার ডাল,এটাই সহজ সমাধান।
আমি এক্ষেত্রেও ব্যতিক্রম, ভালোবাসার পশম ছুতে নেই অনধিকারী কর্তার! এটা মেনে নিয়েছি, বাধ্য।
কিছুটা ব্যক্তিগত ব্যকরণ বোধগম্য,নির্দয়া আঘাতে!
ছোবল দিয়েছ শেকড়ে, বিষ ছড়াবে অনধিকাল নতুন গজানো প্রত্যেকটা পাতায়,বড্ড বিষাক্ত কালো।
এইসব সত্যিকথন,তোমার কাছে মিথ্যা বলতে চাই,
তোমার সুখ নয়তো কেড়ে নেয়া হবে যে!













স্টারলিং লন্ড্রি লিমিটেড
১১/৮/২০২০