চলো জাগিয়ে তুলি বরষা, কাদামাটি পা করে এগিয়ে থাকি একত্র, শুভ বহিষ্ঞু রোদ,তেলতেলে চামড়া টেনেটুনে বুড়ো গাল;
আমি একপায়ে দাঁড়িয়ে থাকো সারস!
আমার মিঠাইমন্ডা মনচত্তরে ঘুরে গেলে মৌমাছি হয়ে, বাকিটুকু সিদ্ধি শুক্রাচার্য সময় পরে আছে তোমার কাছে;
আমার টুকু আমাকে ফেরত দাও।
একসাথে বকুল কুড়াই,মালা গেঁথে সুবাস নেই নিঃশ্বাস শেষ হওয়া অব্ধি, এই তৃপ্ত সুগন্ধি,আঁচলের খোটে নিয়ে ঘুরে বেড়াই দিগন্ত, উন্মোচিত এক নতুন দ্বার।
জানিনা, মেয়েটি এককাঠি সারস কিনা!

জাহ্নবী মুক্তাহার গলায় উচিয়ে জিতিয়ে দেয়া এক বিকেলে পরিচয়,
শুভ্র আসমান,কলিজায় দাগ, ক্ষত প্রে ম-ম লুকাই কি করে বলো?
এখানে জঙ্গল পুরে ছাড়াখাড় হয় তুমি জানো না!
অপেক্ষায় বয়সের ছাপ তীব্র হয় তুমি জানো না!
একমুঠো জলের ফোঁটা নিঃশেষ হয় তুমি জানো না!
মনে কয়লা জমে তুমি জানো না!
এখানে কয়েকজনমের আস্তরণ পরে গেছে তুমি তাও জানো না!

মেয়ে! মাঝে মাঝে জানতে হয় এসব, বুঝতে হয় কিছু অব্যক্ত কথা,
তুমি আনাড়ী হয়ে থাকলে;
সকাল হবে না মোরগের, ঝিঝি পোকাটা সন্ধ্যাে বাতির আলো পেয়েও শব্দ করবে না!
তবে দেয়ালে দেয়ালে ছাপাপ্রিন্ট করে দেয়া বিজ্ঞপ্তিতে ভরে যাবে শহর! তোমার আধুনিক মন,আমার মফস্বল। আমি নিখোঁজ!!
উদ্ধার করো মেয়ে;
তোমাকে চাই এককাঠি সারস।














স্টারলিং লন্ড্রি লিমিটেড
২৪/৩/২০২১